দোকানিরা জানান, কোরবানির আগে সহনীয় আছে তেলের দাম। ৫ লিটার তেলের বোতল বিক্রি হচ্ছে ৯১০ টাকায়। বৃষ্টি হলেও বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে সবজির। দামও গত সপ্তাহের তুলনায় কম। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৬০ টাকায়।
নগরের কর্ণফুলী বাজারে ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫৩০০ থেকে ৫৫০০ টাকায়, ভারতীয় জিরা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৩০-৪০ টাকায় আর আফগানি জিরা বিক্রি হচ্ছে ৬৮০ টাকায়, গোল মরিচ ১২৫০ টাকা কেজি, দারচিনি ৫৩০-৪০ টাকা কেজি, ভারতীয় গোটা হলুদ ২৫০ টাকায়, ভালো মানের গুড়া হলুদ ৩৬০ টাকায়, মরিচের গুরা ৪০০ টাকায় আর শুকনা মরিচ ২৮০-৩০০ টকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, গত কোরবানির আগে দেশি পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি হলেও এবার কেজিতে ৫২-৬৫ টাকা, রসুন গত বছর ২২০ টাকা হলেও এবার ১৬০ টাকায়, চীনা আদা গত কোরবানি ঈদে ২৫০ টাকায় বিক্রি হলেও এবার ১৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।