আজ (শুক্রবার, ৩০ মে) সাপ্তাহিক ছুটির দিনে মাংস ও মুরগির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়; যা সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা কম। দাম কমেছে সোনালী ও লেয়ার মুরগির। সোনালী বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২২০ থেকে ২৪০ টাকায়।
এদিকে, খাশির মাংসের দাম গত সপ্তাহের মতই ১ হাজার থেকে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৬০ থেকে ৭৭০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি। একইভাবে দেশি মুরগির দামও ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে।
ভারী বৃষ্টিপাতের কারণে মাছের আমদানি কম থাকায় বাজারে দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। সপ্তাহ ব্যবধানে খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে। চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কাতলা, ইলিশ, মৃগেল, চিংড়িসহ প্রায় সব ধরনের মাছ।
বিক্রেতারা জানান, দেশীয় প্রজাতির মাছের দাম বেড়েছে আরো বেশি। বাজার ঘুরে দেখা যায়, রুই মাছ আকারভেদে গত সপ্তাহে ২২০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হলেও এ সপ্তাহে ২৬০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা খুচরা বাজারে আরো বেড়ে ৪২০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও একইভাবে কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে গ্রাসকার্প, মৃগেল, চিংড়ি, কৈ, পাবদাসহ সব ধরনের মাছের দাম।
মাছের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা জানিয়েছেন, আবহাওয়ার অজুহাতে বাজারে দাম বেশি রাখছেন বিক্রেতারা। তাদের দাবি, নিয়মিত বাজার মনিটরিং এর অভাবে দাম এভাবে বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।