ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আখাউড়ার গঙ্গাসাগর পয়েন্টে হাওড়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতে আখাউড়া দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা, আবদুল্লাহপুর, ইটনা, কেন্দুয়াই, ছয়ঘরিয়া ও কালিকাপুরসহ অন্তত ১৮টি গ্রাম প্লাবিত হয়। প্লাবনে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকদের ব্যবসা প্রতিষ্ঠানও জলমগ্ন হয়ে পড়ে। সোমবার নতুন করে বৃষ্টিপাতে পরিস্থিতি আরো অবনতির দিকে গেলেও রাতের পর থেকে পানি নামতে শুরু করে।
বন্যায় প্রায় ৪৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়ে। দুর্গতদের জন্য খোলা হয়েছে ১১টি আশ্রয়কেন্দ্র। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বলেন, ‘হাওড়া নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে। নতুন করে যদি উজান থেকে ঢল না আসে, তাহলে বৃষ্টিপাত হলেও পানি বাড়ার সম্ভাবনা কম।’
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম রাশেদুল ইসলাম বলেন, ‘বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানিবন্দি পরিবারগুলোর জন্য ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলমান রয়েছে।’