দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

তীব্র শীতে বিপর্যস্ত দিনাজপুর
এখন জনপদে
পরিবেশ ও জলবায়ু
0

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত টানা চার দিন সূর্য না উঠলেও গতকাল (বুধবার, ৩১ ডিসেম্বর থেকে দিনাজপুরে সূর্যের দেখা মিলেছে। তবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা কমেনি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১২ দশমিক শূন্য ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান মাত্র দুই থেকে তিন ডিগ্রি থাকায় শীতের অনুভূতি তীব্র হয়েছে। তবে গতকাল দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যাওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি আসে।

আরও পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানান, সূর্য উঠলেও তা ঠিকমতো তাপ ছড়াচ্ছে না। প্রচণ্ড ঠান্ডায় কাজ করা কষ্টকর হয়ে পড়েছে, যা আয়-রোজগারে প্রভাব ফেলছে।

এদিকে, আজকের সকালে দিনাজপুরে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

এসএস