স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১০ টায় আকস্মিক ঝড়ো বৃষ্টি শুরু হয়। ঘূর্ণিঝড়টি জেলা শহরের পৌর এলাকা, ধাক্কামারা, মাগুরা ও গড়িনাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যায়।
মুহূর্তেই গাছপাড়া উপড়ে ও ভেঙে পড়ে। অনেকের বাড়ির টিনের চালা উড়ে যায়। মসজিদ মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসও ক্ষতিগ্রস্ত হয়। অনেক এলাকায় বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে। অনেক জায়গায় গাছ পড়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ রয়েছে। তবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায় নি।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমাদের কর্মকর্তা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।