টাঙ্গাইলে প্রস্তুত আড়াই লাখ পশু, উৎপাদন খরচে দুশ্চিন্তা খামারিদের

টাঙ্গাইল
কোরবানির পশু
এখন জনপদে
0

কোরবানির ঈদ ঘীরে টাঙ্গাইলে প্রায় আড়াই লাখ পশু প্রস্তুত করেছেন ২৭ হাজার খামারি। খামারিরা বলছেন, গো-খাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কিত তারা। এদিকে প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, বিভিন্ন হাটে মেডিকেল টিম কাজ করছে। এছাড়া কোরবানি ঘীরে কসাই ও ইমামদের দেয়া হয়েছে প্রশিক্ষণ।

টাঙ্গাইলের বেলতা গ্রামের প্রান্তিক খামারি শাহাদত হোসেন ঈদ কেন্দ্র করে ব্রাহামা, ফ্রিজিয়ান ও দেশিয় জাতের আটটি ষাঁড় লালন পালন করেছেন। তবে গরুর উৎপাদন খরচ তোলা নিয়েই শঙ্কায় এই খামারি।

মো. শাহাদত হোসেন বলেন, ‘খাদ্যের দামটা অসহনীয়। সারাদেশে ধানের দাম বাড়েনি, কুড়ার দাম কিন্তু দ্বিগুণ। সারাদেশে গমের দাম বাড়েনি, গমের ভূসির দাম কিন্তু দিনদিন বাড়ছেই। এটা লাগামহীন।’

খামারি শাহাদত হোসেন |ছবি: এখন টিভি

শাহাদাত হোসেনের মতো জেলার প্রায় ২৭ হাজার খামারি গরুর দাম নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা বলছেন, প্রতি বছর যে হারে গরুর খড়, খৈল, ভূসিসহ বিভিন্ন খাদ্যের দাম আর চিকিৎসা খরচ বাড়ছে সে হারে পশুর দাম বাড়েনি। এতে পশু পালনে নিরুৎসাহিত হচ্ছেন তারা। এদিকে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রান্তিক খামারিদের মধ্যে একজন বলেন, ‘খাদ্যের দাম সবকিছুরই বেশি। খড়ের দাম বেশি, ভূসির দাম বেশি। খাদ্যের দাম কমিয়ে দিলে আমরা একটু বাঁচতে পারি।’

প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, বিভিন্ন হাটে মেডিকেল টিম কাজ করছে। এছাড়া কোরবানি ঘীরে কসাই ও মসজিদের ইমামদের দেয়া হয়েছে প্রশিক্ষণ।

টাঙ্গাইলের অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল রানা বলেন, ‘৩৩৬ জন কসাইকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আর ইমামদেরও প্রশিক্ষণ দেয়া হয়েছে কোরবানি উপলক্ষে।’

এদিকে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন বলেন, ‘বাংলাদেশে যারা খামারি আছেন তাদের বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দেয়া, সুযোগ-সুবিধা বাড়িয়ে দেয়া এবং বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দেয়া প্রয়োজন। যেন গরুগুলো সঠিকভাবে সঠিকসময়ে লালনপালন করে বাজারে নিয়ে আসতে পারে এবং সঠিক দাম পান।’

ঈদে জেলায় দুই লাখ ১১ হাজার ৯৭৪টি পশুর চাহিদা রয়েছে। জেলায় চাহিদার তুলনায় ২৯ হাজারের বেশি পশু বেশি রয়েছে।

এসএস