বান্দরবানে বিএনপির ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

বান্দরবান
বান্দরবান বিএনপির আহবায়ক কমিটি
এখন জনপদে
0

বান্দরবানে জেলা বিএনপির ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ৫ জুন) বান্দরবানে জেলা বিএনপির ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বান্দরবানে জেলা বিএনপির ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সাচিং প্রু জেরীকে আহ্বায়ক এবং সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে।

কমিটি অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, মুজিবুর রশীদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, সাচশৈ প্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, রিটল বিশ্বাস, নেজাম উদ্দিন চৌধুরী।

কমিটির সদস্যরা হলেন- মিসেস মাম্যাচিং, নাজিমুল ইসলাম চৌধুরী, আব্দুস শুক্কুর, নূরুল ইসলাম, শাহাদাত হোসেন জনি, সাবিকুর রহমান জুয়েল, সরোয়ার জামান, চনুমং, সেলিম রেজা, থোড়াই নুঅং চৌধুরী, মোহাম্মদ মূছা, মংশৈহ্লা,আব্দুর রব, নুরুল আলম কোম্পানি, আরিফউল্লাহ ছোট্ট, মাশৈতং তঞ্চঙ্গ্যা, এড. আলমগীর চৌধুরী, মংকেনু চৌধুরী, এড. উমেচিং, মাসুক আহমেদ, শ্যামল কান্তি বড়ুয়া, নাছির উদ্দিন চৌধুরী, টিমংপ্রু, আবু তাহের মিয়া, আবু বক্কর, সাইফুদ্দিন, আবুল হাশেম, উফাসা মারমা, মংশৈম্রা, শৈচাঅং, নজরুল ইসলাম, নুমংপ্রু মারমা।

বিএনপি নেতারা জানায়, চলতি বছরের ২ ফেব্রুয়ারি পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ তিনমাস পর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। এর আগে ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি এবং জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর জেলা বিএনপির পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানাচ্ছি। নতুন এই কমিটির হাত ধরেই এগিয়ে যাবে সুশৃঙ্খল জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কমিটির সকল সদস্যদেরও শুভেচ্ছা জানাচ্ছি।’

ইএ