আজ (বৃহস্পতিবার, ৫ জুলাই) দুপুরে উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামে নিহত সূর্যের নিজ বাড়িতে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. আনিসুর রহমান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহ সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত। হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, পৌর আমীর মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষে দেশব্যাপী আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানবিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. আনিসুর রহমান। তিনি বলেন, ‘আমরা এই শহীদ পরিবারে পাশে আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ।’
এ সময় জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তান হারানোর বেদনায় কান্নায় ভেঙ্গে পড়েন নিহত সূর্যের মা। পরে নেতৃবৃন্দ তাকে শহীদ সন্তানের মা হিসেবে ধৈর্য্য ধারণ করার অনুরোধ করেন।