ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ
মহাসড়কে বেড়েছে যাত্রী  ও পরিবহনের চাপ
এখন জনপদে
1

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক দিয়ে দুটি বিভাগের ১৫টি সহ মোট ১৭ জেলার মানুষ ঈদে বাড়ি ফিরছেন। সড়কে বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ। তবে এ মহাসড়কগুলোতে এখন পর্যন্ত যানজটের কোনো খবর পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ বলছে, ঢাকা-সিলেট মহাসড়কটির প্রশস্তকরণের কাজ চলমান থাকায় এ পথে যানবাহনের কিছুটা ধীরগতি থাকলেও যানজটের তীব্রতা নেই। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে।

শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় সরেজমিনে, দূরপাল্লার জেলাগুলোর যাত্রীরা কেউ টিকেট কেটে বসে আসে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও গাড়ি সময় মতো আসছে না। এজন্য যানজটকে দায়ী করছে পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা কর্মীরা। পাশাপাশি যাত্রীরা কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করছেন।

বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলা হচ্ছে।

এছাড়া মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনী। বিশেষ করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কুমিল্লা এবং নরসিংদী পর্যন্ত এলাকাগুলোর বিভিন্ন স্থানে র‍্যাবের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম বলে জানানো হয়েছে।

ইএ