কুমিল্লায় ৪ হাজার ১৮টি ঈদ জামাত অনুষ্ঠিত

কুমিল্লায় ঈদ জামাত
এখন জনপদে
0

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। আজ (শনিবার, ৭ জুন) জেলায় ৪ হাজার ১৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ঈদগাহ ময়দানে ২ হাজার ১০৭টি এবং মসজিদে ১ হাজার ৯১১ টি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের দিন সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব। নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন করেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহীম।

এছাড়া ফিলিস্তিনসহ পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ কামনা করে মোনাজাতে দোয়া করা হয়। নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।

কুমিল্লার কেন্দ্রীয় ঈদগা মাঠে জামাতে অংশগ্রহণ করেন প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ। নামাজের পরই মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি কামনায় পশু কোরবানি শুরু হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডে কোরবানি পশুর বর্জ্য পরিষ্কার করার জন্য চারশো কর্মী মাঠে রয়েছে। ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে নগরীতে পশু কোরবানির বর্জ্য থাকবে না বলে জানিয়েছেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা।

এএইচ