সাতক্ষীরায় কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সাতক্ষীরা
হার্ট অ্যাটাকের প্রতীকী ছবি
এখন জনপদে
0

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৭ জুন) দুপুর ১টায় চাঁদনীমুখা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল হাই শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হাই সকালে স্থানীয় চাঁদনীমুখা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে প্রতিবেশী খালিদ হোসেনের কোরবানির কাজে সহায়তার জন্য যান। পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজ শেষ হলে তিনি মাংস কাটার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

নিকটাত্মীয় মো. শরীফ উদ্দিন জানান, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ হাই ভাই কাঁপতে কাঁপতে পড়ে যান। আমরা সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাই। প্রথমে স্থানীয়ভাবে গাবুরা উপস্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সাতক্ষীরায় পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আব্দুল হাই শেখ একজন ভদ্র ও নিরীহ মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’ 

স্থানীয়রা জানান, আব্দুল হাই শেখ নিয়মিত ধর্ম-কর্মে অংশগ্রহণ করতেন। প্রতিবেশীদের সাহায্য করতেন স্বতঃস্ফূর্তভাবে। ঈদের দিনে এমন একটি মৃত্যু এলাকাবাসীকে মর্মাহত করেছে।

এসএইচ