কক্সবাজারে উপচেপড়া দর্শনার্থী ভিড়, নিরাপত্তা জোরদার

কক্সবাজার
কক্সবাজারে দর্শণার্থীদের ভিড়
এখন জনপদে
0

ঈদুল আজহার টানা ছুটির দ্বিতীয় দিনে পর্যটক ও স্থানীয় দর্শণার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে ব্যবস্থা।

দুপুরের গরম শেষে বিকেলের হিমেল হাওয়ায় সৈকতের বালুকাবেলায় জমে উঠে ঘুড়ি উড়ানো, বীচ বাইক, জেটস্কি আর ঘোড়ায় চড়ার আনন্দ। প্রিয় মুহূর্তগুলো ধরে রাখতে অনেকেই ব্যস্ত মুঠোফোন বা ক্যামেরার লেন্সে।

হোটেল-মোটেল ব্যবসায়ীদের ভাষ্য, বর্তমানে ৩০ থেকে ৪০ শতাংশ কক্ষ বুকড। আগামীকাল থেকে বাড়বে আরও পর্যটক।

সমুদ্র সৈকতের বাইরেও ভিড় দেখা গেছে হিমছড়ি, ইনানী, বার্মিজ মার্কেট, রামুর বৌদ্ধ বিহার আর ডুলাহাজারা সাফারি পার্কে। পর্যটকদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছে ট্যুরিস্ট পুলিশ। 

প্রকৃতির সান্নিধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজার এখন পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে।

এসএইচ