এ ছাড়া অনেকে পেশাগত কাজে ঈদের ছুটি না পাওয়াসহ আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতেও বাস, প্রাইভেট কার, সিনএনজি, অটো, মোটরসাইকেলে করে অথবা অন্যান্য উপায়ে ছুটছেন।
ঈদের পর মহাসড়কে যানজট না থাকলেও কোনো কোনো পরিবহন বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ তুলছেন সাধারণ যাত্রীরা।
এ ছাড়া, যানজটের কবল থেকে বাঁচতে অনেকে আগেভাগেই ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তাসহ যানজট নিরসনে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।