কোরবানি ঈদের তৃতীয় দিন গড়ালেও ঢাকা দক্ষিণ সিটির পলাশীর মোড়ে পড়ে থাকতে দেখা যায় পশুর চামড়া। দক্ষিণ সিটির গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে চামড়া পচে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে দেখে মনে হবে চামড়া পচতে যে সময় দরকার তার পুরোটাই পেয়েছে এই জায়গা। এতে বিপাকে পড়েছেন এ পথের পথচারীরা।
পথচারীরা জানান, এভাবে চামড়া ফেলে রাখা ঠিক না। এতে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে।
তৃতীয় দিনেও এমন দশা সিটি করপোরেশনের খামখেয়ালিপনাকে দায়ী করছেন নগরবাসী। তারা বলেন, এভাবে চামড়া ফেলে রাখায় আমাদের সমস্যা হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। একটা নির্দিষ্ট জায়গায় ফেললে এই সমস্যা হত না।
বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বে নিয়োজিতদের দাবি, পলাশীর মোড়ে পড়ে থাকা চামড়া বাইরে থেকে এনে ট্রাকে ফেলে রাখা হয়েছে। সিটি করপোরেশনের নজরে আসায় দ্রুত সময়ের মধ্যে পরিষ্কারের কথা জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বরত সরোয়ার আলম খান বলেন, ‘বাইরের কিছু ট্রাক এসে এখানে ফেলে রেখে চলে গেছে। সিটি করপোরেশনের বর্জ্য এটা না। চামড়া ব্যবসায়ীদের মাঝে কে বা কারা বিক্রি করতে না পেরে এখানে ফেলে রেখে চলে গেছে।’