কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজার
কক্সবাজারে সমুদ্র সৈকত
এখন জনপদে
0

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৯ জুন) দুপুর সোয়া ২টায় কলাতলীর সায়মন হোটেলের সামনে সমুদ্রে তারা ডুবে যান বলে জানান সৈকতে কর্মরত লাইফগার্ড সুপারভাইজার মো. সাইফুল্লাহ সিফাত।

নিহতরা হলেন— রাজশাহীর বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।

লাইফগার্ড সুপারভাইজার মো. সাইফুল্লাহ সিফাত জানান, পর্যটক বাবা ও ছেলে মূলত লাইফগার্ডের চিহ্নিত করা নিরাপদ এলাকার বাইরে গিয়ে গোসল করছিলেন। হঠাৎ তাদের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে দ্রুত লাইফগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রক্তবমির পর তারা মারা যান। 

নিহতদের মরদেহ বর্তমানে সদর কক্সবাজার হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ