আজ (সোমবার, ৯ জুন) বিকেলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত মেয়ের নাম হালিমা মোহাম্মদ (১৮)। এবারের এইচএসসি পরীক্ষায় তার ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয়ার কথা ছিল।
জানা যায়, উপজেলার বাবুল ব্রিকসের স্বত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে এসেছেন।
সোমবার নিজ বাড়ির পুকুরে বিকেল ৪ টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি।
সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে মারা যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরে পুরো পরিবার জুড়ে চলছে আহাজারি। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতের বাড়িতে এসে পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়া আত্মীয় স্বজনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন সান্ত্বনা জানাতে বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, বাবুল আহমেদ বাবুল ঢাকায় বসবাস করেন। কোরবানির ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। মেয়েকে বাড়ির পুকুরে সাঁতার শেখাতে গিয়ে বিকেলে ৪ টার দিকে পুকুরের পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।