বান্দরবানে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, দাঙ্গা পুলিশ মোতায়েন

বান্দরবান
বিক্ষোভকারীদের আগুনে বীর বাহাদুরের বাসা ও তার ব্যক্তিগত কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে
এখন জনপদে
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বান্দরবানে পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে অবস্থান করে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সমন্বয়ক মো. আসিফ ইকবাল, লুক চাকমা প্রমুখ।

এদিকে, নিরাপত্তার জন্য শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে, শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় পুলিশ।

সকালে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা রাস্তায় অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এসময় তারা হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।

এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুরসহ মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা।

আরও পড়ুন:

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ‘অবরোধকারীদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের দাবি আমরা সরকারের কাছে জানাব বলেছি। তারা এখন সরে গেছে।’

এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

পরে তারা ট্রাফিক মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। সেখান থেকে মিছিল নিয়ে গিয়ে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগ করেন।

আগুনে বীর বাহাদুরের বাসা ও তার ব্যক্তিগত কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিক্ষোভোর সময় বীর বাহাদুর তার বাসা থেকে সরে যান। পরে সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএইচ