স্টপেজ দাবিতে দুই ঘণ্টা অবরোধ, আশ্বাসে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ
এখন জনপদে
0

স্টপেজ দাবিতে দুই ঘণ্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ও প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করলে আজ (বুধবার, ১১ জুন) সকাল পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, এর আগে সকাল পৌনে ৭টায় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে অবরোধ শুরু করেন এলাকাবাসী। তারা রাজশাহী রুটের আন্তঃনগর ট্রেন—সিল্কসিটি, সাগরদাঁড়ি, ঢালারচর ও আরো একটি ট্রেনের নন্দনগাছী স্টেশনে যাত্রী ওঠানামার জন্য নিয়মিত স্টপেজের দাবি জানান।

স্থানীয়রা জানান, স্টপেজ দাবি নিয়ে গত ১ মে আন্তঃনগর ট্রেন থামিয়ে প্রতীকী আন্দোলন করলেও কোনো আশ্বাস মেলেনি। ফলে আজ আবারো কঠোর কর্মসূচিতে যান তারা।

অবরোধের সময় ঘটনাস্থলে উপস্থিত হন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানান।

এসময় বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর আশ্বাস দেন। এরপরই অবরোধ তুলে নেন স্থানীয়রা।

তবে আন্দোলনকারীদের একটি পক্ষ এ সিদ্ধান্ত মেনে না নেওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করা হবে।

এনএইচ