প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন সে তাকে উদ্ধার করে।
তিনি জানান, এ ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতকেও পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন পরিবার। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ইসরাতের মরদেহ উদ্ধার করা হয়। অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।