সুনামগঞ্জে তাজা গ্রেনেড উদ্ধারের পর নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

উদ্ধারের পর গ্রেনেড নিষ্ক্রিয় করছে সেনাবাহিনী
এখন জনপদে
1

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় তাজা গ্রেনেড উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।। আজ (শুক্রবার, ১৩ জুন) দুপুরে সেনাবাহিনীর একটি দল বিস্ফোরণ ঘটিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে।

বিশ্বম্ভরপুর পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে চালবন গ্রামের কৃষক সাইদুর রহমান তার মরিচ খেতে ওই গ্রেনেডটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে উৎসুক লোকজন সেখানে ভিড় করেন। এরপর বিষয়টি বিশ্বম্ভরপুর থানা পুলিশকে জানানো হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড সদৃশ ওই বস্তুটি দেখতে পায়। এরপর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় থাকা সেনাবাহিনীর ক্যাম্পে ঘটনাটি জানানো হয়।

পরে শুক্রবার (১৩ জুন) দুপুরে সেখান থেকে লেফটেন্যান্ট আল হোসাইনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এসে প্রথমে এটি পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে সেটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন। মাটিতে পুঁতে নিষ্ক্রিয় করার সময় গ্রেনেডটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। চারপাশের মাটি গর্ত হয়ে যায়।

সেনা কর্মকর্তা আল হোসাইন সাংবাদিকদের জানান, এ গ্রেনেডের মডেল হচ্ছে এম-৩৬। এটি ব্রিটিশ আমলে সরবরাহ করা হত। ১৯৭২ সালের পর আর এটি সরবরাহ করা হয়নি। এখানে গ্রেনেডটি প্রথম বিশ্বযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের সময়ে কোনোভাবে আসতে পারে। এটি মাটির নিচে একশ বছরের কমবেশি সময়ে সক্রিয় থাকে।

আল হোসাইন বলেন, ‘এলাকাবাসীর উচিত ছিল আগেই বিষয়টি সেনাবাহিনীকে জানানো। এটি বিস্ফোরিত হলে জান-মালের অনেক ক্ষতি হতে পারত।’


এএইচ