ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে গেছে পাথরবাহী বাল্কহেড

ব্রাহ্মণবাড়িয়া
ডুবে যাওয়া বাল্কহেড
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। আজ (শনিবার, ১৪ জুন) সকালে আশুগঞ্জ উপজেলার জিল্লুর রহমান রেলসেতুর দুই নম্বর পিলারে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রাশেদুজ্জামান জানান, সকালে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল।

বাল্কহেডটি আশুগঞ্জ অংশে দ্বিতীয় ভৈরব রেলসেতুর দুই নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে। এতে করে বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র উদ্ধা কারী দল ঘটনাস্থলে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

এসএস