ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রাশেদুজ্জামান জানান, সকালে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল।
বাল্কহেডটি আশুগঞ্জ অংশে দ্বিতীয় ভৈরব রেলসেতুর দুই নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে। এতে করে বাল্কহেডটি নদীর পানিতে তলিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে বিআইডব্লিউটিএ’র উদ্ধা কারী দল ঘটনাস্থলে রওনা হয়েছেন বলেও জানান তিনি।