টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল
ধনবাড়ী থানার মূল ফটক
এখন জনপদে
0

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রফিকুল ইসলামের ছেলে শোয়েব (সাড়ে ৩) এবং আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। নিহতরা সম্পর্কে শিশু চাচাতো ভাই।

স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার সকালে দুইজন সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের এক পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখা যায়।

পরে তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। ধনবাড়ী থানার ওসি এসএম শহীদুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এএইচ