ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা, দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বান্দরবান
বান্দরবানের দেবতাখুম
এখন জনপদে
0

টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল (বুধবার, ১৮ জুন) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরির পানির প্রবাহ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এমন অবস্থায়, রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝু্ঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরপদ নয়। তাই পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত পর্যটকদের দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকবে।’

এসএইচ