জামায়াত আগের চেয়েও বেশি শক্তিশালী: রফিকুল ইসলাম খান

নারায়ণগঞ্জ
মাওলানা রফিকুল ইসলাম খান
রাজনীতি
এখন জনপদে
2

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত স্বৈরাচার সরকার ভেবেছিল জামায়াতের ১১ নেতা হত্যার মাধ্যমে দলটিকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু জামায়াত আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে।

আজ (শুক্রবার, ২০ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জনতার আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যেকোনো মূল্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই।’

সম্মেলনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ আবদুল জাব্বার এবং কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ মমিনুল হক সরকার।

এনএইচ