চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রাম
করোনা ভাইরাসের প্রতীকী ছবি
স্বাস্থ্য
এখন জনপদে
0

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। আজ (সোমবার, ২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

দুজনেই নগরের ইমপেরিয়াল হাসপাতালে গত শনিবার মারা যান। আগে থেকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন তারা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬।

মারা যাওয়া দুজন হলেন কাজী আবদুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)। প্রথমজন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা। দ্বিতীয়জনের বাড়ি নগরের ফিরিঙ্গিবাজার এলাকায়।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর দুজনকে ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১২০ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের শনাক্ত করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১ জন, শেভরন ডায়াগনস্টিক ২ ও এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৮ জন আক্রান্ত হলেন।

এএইচ