আশুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া
আটক ব্যক্তি
অপরাধ
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল (বুধবার, ২৫ জুন) রাতে উপজেলার তালশহর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওমর ফারুক সদর উপজেলার বাসুদেব গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুককে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আশুগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এনএইচ