গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চর বলেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউপি সদস্য শহিদুলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক নিয়ে একবার সালিশ বৈঠক হয়।
এরই জেরে এই হত্যাকাণ্ড। নিহতের মেয়ে সুমনা আক্তার জানান, শুক্রবার রাত ১১ টার দিকে তার বাবা শহিদুল বাড়ির সামনের পুকুর ঘাটে বসে ছিলেন।
এ সময় প্রতিবেশী সৌদি প্রবাসী ইউনুস হাওলাদার, রফিকুল হাওলাদার ও লিটন হাওলাদারসহ আরো ৫-৬ জন ধারালো অস্ত্র নিয়ে তার বাবার উপর হামলা করে।
এসময় রফিকুলের স্ত্রী রেহানা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মাকুলী বেগম তাকে রক্ষা করতে গেলে, হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে শহিদুল ও তার ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শহিদুলের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।