আহত মুকুল জানান, ঠিকাদারি কার্যক্রমে স্বাক্ষরের শেষ দিন হওয়ায় পূর্ব সতর্কতার অংশ হিসেবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এবং পুলিশ সঙ্গে নিয়ে তিনি এলাকায় যান। তবে সেখানে পৌঁছানোর পরপরই কয়েকজন তাকে ঘিরে মারধর করে। এতে তার জামাকাপড় ছিঁড়ে যায় এবং শারীরিকভাবে আঘাত পান।
ঘটনার পেছনে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক সরবরাহ সংক্রান্ত কাজ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে বলে জানা গেছে। এতে স্থানীয় কয়েকটি পক্ষ জড়িত থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রের একটি কাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।’