ব্রাহ্মণবাড়িয়া চেম্বার ভবনে হট্টগোল, লুটপাটের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া
চেম্বার ভবনে হট্টগোল
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভায় একপক্ষের বিরুদ্ধে হট্টগোল করে স্টাফদের মারধর করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ৩০ জুন) দুপুরে জেলা শহরের মসজিদ রোডের চেম্বার ভবনের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপরপক্ষ ক্ষুব্ধ হয়ে চেম্বার ভবন ত্যাগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্টের পর আজ প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের সভা আহ্বান করা হয়। সভার নেতৃত্বে ছিলেন ব্যবসায়ী সংগঠনটির সাবেক সভাপতি আজিজুল হক ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাহাঙ্গীর।

এতে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্যপদে প্রতিনিধির নাম প্রেরণের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে একটি পক্ষ হঠাৎ করে নাম প্রেরণের বিষয় ও সভার বৈধতা নিয়ে বিরোধিতা করে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে কার্যকরী বিবরণীর রেজিস্টার খাতা ছিনিয়ে নিয়ে যান ক্ষুব্ধ পক্ষটি।

পরে হট্টগোলকারীদের পক্ষে একদল লোক এসে চেম্বারের সচিব মো. আজিম উদ্দিনের কক্ষে প্রবেশ করে তাকে নাজেহাল করেন। এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় পাশের কক্ষে হিসাবরক্ষক জাহাঙ্গীর আলমকেও মারধর করা হয়। এছাড়া তার কাছ থেকে ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি কম্পিউটারের হার্ডডিস্ক ছিনিয়ে নিয়ে যায় পক্ষটি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আওয়ামীপন্থি ব্যবসায়ী নেতারা ছিলেন সভায়। পরে বিএনপিপন্থিরা এসে রেজুলেশন খাতা চেক করেন। এ সময় খাতা নিয়ে টানা-হেঁচড়া হয়েছে। তবে কাদের সাথে সমস্যা হয়েছে- অভিযোগকারীরা তাদের পরিচয় জানাতে পারেনি।

সেজু