হরিরামপুরে ১ হাজার ৬০০ নিষিদ্ধ গাছের চারা ধ্বংস

মানিকগঞ্জ
নিষিদ্ধ গাছের চারা ধ্বংস করছে প্রশাসন
এখন জনপদে
0

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার তিনটি নার্সারিতে অভিযান চালিয়ে এক হাজার ছয়শত নিষিদ্ধ ও পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ১ জুলাই) দুপুরে উপজেলার ঝিটকা দফাদারপাড়া নার্সারি, বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের বনফুল নার্সারি ও সম্পা নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক হাজার ছয়শত পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।

অভিযানকালে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।’

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, ‘পরিবেশ বিধ্বংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপণন নিষিদ্ধ। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে চলতি বছরের ১৫মে প্রজ্ঞাপন জারি করে সরকার।


এএইচ