স্থানীয়রা জানান, মা, স্ত্রী মহিমা ইসলাম উর্মি এবং এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভবনটির ৬ তলায় বসবাস করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। কিন্তু আজ বিকেলের ঠিক কখন এ মৃত্যুর ঘটনা ঘটেছে তা জানতে পারেনি কেউ। এমনকি মৃত্যুর কারণও জানাতে পারেনি পুলিশ।
কোতোয়ালী থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, ‘আজ বিকাল সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মৃতদেহ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় ঘরের সিলিং ফ্যানের সাথে একটি ওড়না ঝুলতে দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত তথ্য জানা যাবে।’