পরে তিনি বনবিভাগকে খবর দিলে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের (ডিইএসসি) প্রতিনিধি এসে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য ছিল ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম।
সাপটি উদ্ধার ও পর্যবেক্ষণের পর সোমবার বিকেল ৪টায় গারো পাহাড়ের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমুশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য আরফান আলী।
উল্লেখ্য, গত ছয় মাসে শেরপুর গারো পাহাড় সীমান্ত এলাকার লোকালয় থেকে আরও তিনটি পাইথন উদ্ধার করে গভীর জঙ্গলে তা অবমুক্ত করা হয়।