গতকাল (বুধবার, ২ জুলাই) সন্ধ্যায় পূবাইলের মেঘডুবি পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত ‘সাবরিনা ড্রিম পার্ক’ নামের ওই রিসোর্টে অভিযান চালায় পূবাইল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, রিসোর্টটিতে প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী তরুণ-তরুণী ও জুয়ারিরা এসে কক্ষে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতো এবং চলতো জুয়ার আসর। এর আগেও নানা সময় এই রিসোর্ট নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্টে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপ ও জুয়ার অভিযোগে তিন নারীসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, রিসোর্টটির মালিক সাবেক স্বাস্থ্য সচিব ও জাতীয় পার্টির নেতা এম এম নিয়াজ উদ্দিন। স্থানীয়ভাবে জানা গেছে, রিসোর্টটি পরিচালনায় রাজনৈতিক প্রভাব খাটানো হতো বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, এলাকাটি নজরদারির আওতায় রাখা হয়েছে এবং এমন অপকর্মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।