পরে ওই গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫) এর সাথে তারা বাড়ি প্রাঙ্গণে খেলতে খেলতে এক পর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করলে বাড়ি পাশে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে। সেখান থেকে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব বিশ্বাস বলেন,‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মূলত হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।’
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশু দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’