চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গা
লাইনচ্যুত হওয়া বগি
এখন জনপদে
0

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের নিকটে একটি মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়েছে। আজ (শুক্রবার, ৪ জুলাই) বিকেল ৫ টা ৫০ মিনিটের সময় উথলী রেলস্টেশনের আপ পয়েন্টে এ ঘটনা ঘটেছে। এর পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে দাঁড়িয়ে ছিলো। রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনটি ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়েছে।

ইতোমধ্যে ঈশ্বরদী রেলস্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত ব্রেকগার্ডটি উদ্ধার না হওয়া পর্যন্ত এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এএইচ