নারায়ণগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা
এখন জনপদে
1

নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৫ জুলাই) বিকেলে নগরীর বিভিন্ন মন্দির থেকে উল্টো রথযাত্রা বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরগুলোতে গিয়ে শেষ করে। এতে সড়কের দুইপাশে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু ভক্তরা অংশগ্রহণ করে।

ঢাক-ঢোল বাজিয়ে ও পশুপাখির মুখোশ পড়ে অংশগ্রহণকারীদের আনন্দ-উল্লাসে মুখরিত হয় শোভাযাত্রাটি। রথ থেকে আম, জাম, কাঁঠাল, লটকন, লিচুসহ নানা প্রকারের ফল বিতরণ করা হয়।

হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়। শাস্ত্র মতে রথযাত্রা তিথি যেকোনো শুভ কাজ শুরু করার শুভ তিথি হিসেবে বিবেচ্য।

বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের এ রথযাত্রা। এর আগে গত ২৭ জুন রথযাত্রা শুরু হয় এবং শনিবার বিকেলে রথের ফিরতি যাত্রা ছিল। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

এএইচ