নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহ
বজ্রপাতের ছবি
এখন জনপদে
3

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৬ জুলাই) বিকেলে উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক মোস্তফা (৪৫) ও তার পুত্র আবদুল্লাহ (৯)।

স্থানীয়রা জানায়, নান্দাইলের আব্দুল্লাহপুর গ্রামের কৃষক মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন।

কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে একটি জাম গাছের নীচে আশ্রয় নেয় তারা। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

আশেপাশের লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। পিতা-পুত্রের মৃত্যুতে আবদুল্লাহপুর গ্রাম ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ