স্থানীয়রা জানায়, নান্দাইলের আব্দুল্লাহপুর গ্রামের কৃষক মোস্তফা তার ছেলে আবদুল্লাহকে নিয়ে বাড়ির পাশে নিজেদের জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুতের কাজ করছিলেন।
কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে একটি জাম গাছের নীচে আশ্রয় নেয় তারা। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
আশেপাশের লোকজন বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। পিতা-পুত্রের মৃত্যুতে আবদুল্লাহপুর গ্রাম ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।