পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত বাঁধে আবারও ভাঙন

কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার বাঁধ
এখন জনপদে
0

পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধে আবারও ভাঙন। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় হঠাৎ ধসে গেছে বাঁধের ২০০ মিটার এলাকা। নদীতে বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে চারটায় হঠাৎ করেই শরীয়তপুরের মাঝিরঘাট এলাকার পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের একাংশে ভাঙন শুরু হয়। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত ১৩টি বসতঘর ও ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।

ভাঙনের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী তড়িঘড়ি করে অন্তত ২৫টি স্থাপনা সরিয়ে নিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো তীরবর্তী এলাকায়।

বিভিন্ন সময় ভাঙনের শিকার হয়েছে এই এলাকাটি। এর আগেও অন্তত দু’বার ভেঙে পড়েছে এই তীর রক্ষা বাঁধ। ২০১২-১৩ অর্থবছরে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই দুই কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ, যা পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় তৈরি হয়েছিল। পদ্মার ভাঙনে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এএইচ