টাঙ্গাইলে ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান

টাঙ্গাইল
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন পরিষদের মানববন্ধন
এখন জনপদে
1

টাঙ্গাইলে ৬ দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন পরিষদ। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকাল ৮টা বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন পরিষদ জেলা শাখার আহ্বায়ক মো. নুরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপদেষ্টা মো. সেলিম মিয়া, মো. আলমগীর হোসেন, মো. কামাল হোসেন প্রমুখ। এতে জেলার ১২ টি উপজেলার ৩৫০ জন আন্দোলনকারী অংশ নেয়।

আন্দোলনকারীরা বলেন, অনেকেই পশুপাখির চিকিৎসা করে টেকনোলজিস্ট পদ পায়, তারা মানুষ ও শিশুদের হাম, পোলিও যক্ষ্মাসহ গুরুত্বপূর্ণ ১০টি টিকা দিলেও টেকনোলজিস্ট পদ মর্যাদা পাচ্ছেন না। এ ছাড়াও সরকারি প্রাথমিক শিক্ষকরা ১০ গ্রেড পেলে তারা ১৫তম গ্রেডে রয়েছেন। এ সব বৈষম্য দূর না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

তাদের দাবিগুলো হচ্ছে, নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন; শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান করে ১৪তম গ্রেড প্রদান; ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ; পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ; পূর্বের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারীদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীয়করণ এবং বেতন স্কেল উন্নীতকরণ পূর্ব স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শকরা যে পরিমাণ টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড পেয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

এএইচ