স্থানীয়রা জানান, আজ দুপুরে পরিবারের সকলে একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এসময় সবার অজান্তে রাফসান ঘর থেকে বাইরে চলে যায়। বৃষ্টির সময় ঘরের বাইরে বের হয়ে গেলে তা কারও চোখে পড়েনি।
বৃষ্টির পরপরই পরিবারের সদস্যরা রাফসানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বিকেল চারটার দিকে বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
রাফসানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক ডা. সুজন মিয়ার কাছে নেওয়া হয়। পরে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।