আজ (বুধবার, ৯ জুলাই) বিকেল তিনটার দিকে রহমতপুর বাইপাস মোড়ে আসেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তারা শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা শোনেন। পরে জেলা প্রশাসক আজকেই শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
এর আগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে রহমতপুর বাইপাস মোড়ে সড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে বৃষ্টিতে ভিজে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও দিঘারকান্দা বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। তাদের বিআইটি গঠনের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দাবি মানতে সময় লাগবে। এ কারণে শিক্ষার্থীদের সময় দেয়ার আহ্বান জানানো হয়েছে।’
সড়ক অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহ থেকে মুক্তাগাছা হয়ে জামালপুর ও টাঙ্গাইলগামী সকল সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী সাধারণের চলাচলে ভীষণ ভোগান্তি সৃষ্টি হয়েছে।
এর আগে গত ২০ মে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন সরকারি তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। ঈদের পর ১৪ জুন কলেজ খুললেও শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করেননি। ২৪ জুন থেকে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন।