চট্টগ্রামে নালায় পড়ে আবারো শিশুর মৃত্যু

চট্টগ্রাম
নালা থেকে উদ্ধার করা শিশু হুমায়রা
এখন জনপদে
2

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নালায় পড়ে হুমায়রা নামে তিন বছরের এক শিশু মারা গেছে। আজ (বুধবার, ৯ জুলাই) দুপুরে নগরের হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়। বিকেল পৌনে ৪টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নগরের মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাখানেক অভিযানের পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে এ বছরের ১৯ এপ্রিল নগরের কাপাসগোলার হিজড়া খালে পড়ে মারা যায় শিশু সেহরিশ। তার মরদেহ নগরের চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয়।

গত ছয় বছরে নগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও চলতি বছর ১ জন।

এএইচ