কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অটোচালকের মরদেহ উদ্ধারের পর এলাকাবামীর বিক্ষোভ
এখন জনপদে
0

কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘরিয়া কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে হোমিওপ্যাথিক কলেজের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (৪৫)। তবে আশপাশে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।

আজ (শুক্রবার, ১১ ‍জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয় পথচারীরা ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। নিহত রফিকুলের মুখ ও গলা গামছা দিয়ে বেধে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। তিনি শহরের কালিশংকরপুরের দবির উদ্দিনের ছেলে এবং আদর্শপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।

রফিকুলের মা রহিমা খাতুন জানান, পরিবারের কাছে গেল রাত ৯টা থেকে তার কোনো সন্ধান ছিল না। তিনি বলেন, ‘আমার ছেলেকে হত্যা করে হত্যাকারীরা অটো ছিনতাই করে নিয়ে গেছে। আমি ছিনতাইকারী ও হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করছি।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তার অটোরিকশা ছিনতাই করতে তাকে শ্বাসরোধে হত্যা করে সড়কের পাশে একটি নির্জন এলাকায় গাছে ঝুলিয়ে রেখে চলে যায়।নিহতের মরদেহ উদ্ধারের পর মরদেহ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করেন। সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা শান্ত হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এএইচ