৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশে সরকার প্রস্তুত, দরকার রাজনৈতিক ঐকমত্য: উপদেষ্টা আসিফ

ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
দেশে এখন
এখন জনপদে
0

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শুক্রবার, ১১ জুলাই) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাবনা নেয়া হয়েছে। তারা নিজ নিজভাবে খসড়া ঘোষণাপত্র জমা দিয়েছে। এখন আবারও বিষয়টি চূড়ান্ত করতে আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা রয়েছে, আগামী ৫ আগস্ট এ ঘোষণাপত্র প্রকাশ করার। তবে তার জন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য।’

আরও পড়ুন:

এর আগে, বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস—১১ জুলাই’ উপলক্ষে আয়োজিত স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি এসময় ২০২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকে স্বীকৃতি দিয়ে দিনটিকে ‘গণঅভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এনএইচ