প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোরের লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর এলাকায় প্রায় ১০ কোটি টাকায় বালু মহলের ইজারা নিয়েছে ‘মোল্লা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান। তারা নিয়মিত ওই এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল। অপরদিকে, ঈশ্বরদীর সাড়া ঘাট এলাকায় একই নদী থেকে বালু উত্তোলন করছে বিএনপি নেতার ভাই মেহেদি হাসান ও টনি বিশ্বাসের নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ।
বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও গত ৫ জুন উভয়পক্ষের মধ্যে প্রকাশ্যে গুলাগুলির ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ আলোড়ন সৃষ্টি হয় এবং কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল।
তবে শনিবার দুপুরে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই গ্রুপের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ ও গুলিবিনিময়। এসময় গুলিতে আহত হন সোহান হোসেন নামের এক রাখাল। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকা পুলিশি নজরদারিতে রয়েছে।