এ বিশেষায়িত কেন্দ্রটিতে ক্যান্সারে আক্রান্ত কুকুরদের জন্য উন্নত ডায়াগনোসিস, পেইন ম্যানেজমেন্ট, কেমোথেরাপি ও চিকিৎসা-পরবর্তী সেবা প্রদান করা হবে, যা আগে বাংলাদেশে ছিল না। কুকুরদের জন্য এই ধরণের পূর্ণাঙ্গ সেবাকেন্দ্র এই প্রথম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন তাসনিম সিনহা বলেন, ‘অনেকদিন ধরে টিভিটি কুকুররা অবহেলিত হয়ে এসেছে। এ কেন্দ্র শুধু চিকিৎসার স্থান নয়, এটি আমাদের সহানুভূতি, বিজ্ঞান ও প্রাণী-প্রতি সম্মানের প্রতীক। বিশেষ করে তাদের জন্য; যারা তাদের কষ্ট ভাষায় প্রকাশ করতে পারে না।’
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক, প্রাণী কল্যাণকর্মী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, দাতা এবং সাধারণ মানুষ। অতিথিরা কেন্দ্র ঘুরে দেখেন এবং প্রথম দিকের উদ্ধার হওয়া কুকুরদের সঙ্গে পরিচিত হন, যাদের সুস্থ করার কাজ এখানেই শুরু হবে।—প্রেস বিজ্ঞপ্তি