ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছুকে উপড়ে ফেলতে হবে, ডিআইজির হুঁশিয়ারি

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক
এখন জনপদে
0

ফ্যাসিস্ট শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছুকে উপড়ে ফেলতে হবে। নিষিদ্ধ সংগঠনের যেসব অপরাধী রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে জুলাই শহিদদের প্রতি হবে চরম অবমাননা।

আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) ফরিদপুর পুলিশ লাইনে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনের নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। এসময় ডিআইজি রেজাউল করিম আরও বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যদের কোনো অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। কেউ অর্থনৈতিক অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ জনগণের সেবক, এই নীতিতে কাজ করতে হবে।’

তিনি থানায় সেবাপ্রত্যাশীদের সঙ্গে সম্মানজনক আচরণের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি শুনতে চাই না, কেউ থানায় এসে হয়রানির শিকার হয়েছে। আইনশৃঙ্খলা যেন অবনতি না ঘটে, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

সন্ত্রাস ও চাঁদাবাজদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে ডিআইজি বলেন, ‘ফরিদপুরে যারা সন্ত্রাসী, গডফাদার বা চাঁদাবাজ; তাদের কোনো ছাড় দেয়া হবে না। পুলিশের কোনো সদস্য যদি নিষিদ্ধ সংগঠনের অপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তাকেও ছাড় দেয়া হবে না।’

পরে ডিআইজি রেজাউল করিম জুলাই আন্দোলনে নিহত শহিদদের পরিবারের সদস্যদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন এবং পুলিশের মাল্টিপারপাস হল উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর সার্কেলের আজমির হোসেন, ভাঙ্গা সার্কেলের আসিফ ইকবাল, ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ