জুলাই শহিদদের পুনর্বাসনে উদ্যোগ, ভাতা বিলম্বের কারণ জানালেন উপদেষ্টা ফারুক-ই-আজম

মঞ্চে শহিদ পরিবারের সদস্যরা আসন গ্রহণ করেন
দেশে এখন
এখন জনপদে
0

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, পারিবারিক কোন্দলের কারণে অনেক জুলাই শহিদ ও হতাহতদের ভাতা দিতে বিলম্ব হচ্ছে। শিগগিরই তাদের পুনর্বাসন ও এককালীন ভাতা দেয়া হবে।

আজ (বুধবার, ১৬ জুলাই) সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় অন্তর্বর্তী সরকারের আরও তিন উপদেষ্টা আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার ও পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ইউজিসি সদস্য প্রফেসর ড. তানজীমউদ্দীন খান, জেলা প্রশাসক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই আন্দোলনে প্রাণ হারানো ২২ শহিদ পরিবারের প্রতিনিধিরাও অংশ নেন। এসময় মঞ্চে শহিদ পরিবারের সদস্যরা আসন গ্রহণ করেন এবং শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের আত্মত্যাগ সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা শহিদদের স্মৃতি রক্ষায় এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এনএইচ