সাভারে পানিবন্দি কয়েক লাখ মানুষ: বিশুদ্ধ পানির সংকট

পানিবন্দি ফুলবাড়িয়া এলাকা
এখন জনপদে
0

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া এলাকার মানুষ বছরের পর বছর পানিবন্দি। রাস্তা সংস্কার না হওয়া আর অচল ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।

ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া এলাকায় দীর্ঘদিন রাস্তা সংস্কারের অভাব এবং অপরিকল্পিত ড্রেনেজে বছরের পর বছর পানিবন্দি কয়েক লাখ মানুষ। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী, রুগী ও বয়স্করা। প্রতিদিন ঘটছে একাধিক দুর্ঘটনা।

জলাবদ্ধতার কারণে পানি তোলার মোটর ডুবে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে অনেকেই একজিমা, এলার্জিসহ বিভিন্ন চর্মরোগে ভুগছেন।

ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। রাস্তায় চলাচল করা যায় না। অনেক সময় যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটার কথাও জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, বারবার বললেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবুবকর সরকার বলেন, ‘আমরা যেখানে জনদূর্ভোগ দেখছি সেখানে ব্যবস্থা গ্রহণ আসছি। আপনারা যে বিষয়টা সামনে নিয়ে এসেছেন আমরা আশা করি এটাও আমরা খুব দ্রুতই সমাধান করবো।’

তবে স্থানীয়দের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিলে তবেই মুক্তি মিলবে এই নিত্যদিনের দুর্ভোগ থেকে।

ইএ