জুলাই স্মৃতিতে চট্টগ্রামে দেয়ালচিত্র প্রতিযোগিতা শুরু

চট্টগ্রাম
চট্টগ্রামে দেয়ালচিত্র প্রতিযোগিতা
এখন জনপদে
0

জুলাই স্মৃতির পুনর্জাগরণ ও গণঅভ্যুত্থানের চেতনাকে ছড়িয়ে দিতে চট্টগ্রামের দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ (শনিবার, ১৯ জুলাই) সকাল ১০টায় নগরীর পাঁচটি স্থানে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।

প্রথমে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ীরা আজ জেলা পর্যায়ে অংশ নেন। বেলা ২টা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।

এতে শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের নানা ঘটনাপ্রবাহ ও স্মৃতি তুলে ধরেন। শিক্ষার্থীরা বলেন, রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি জাগ্রত রাখতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ত্যাগ এবং অন্যায়ের কাছে মাথা নত না করার বিষয়গুলোই চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

যারা বিজয়ী হবেন তারা বিভাগীয় পর্যায়ে অংশ নেবেন, বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে অংশ নেবেন জাতীয় পর্যায়ে।

এসএস